গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সুপারিন্টেনডেন্ট এর কার্যালয়
আলীগঞ্জ পিটিআই, চাঁদপুর।
Website: pti.chandpur.gov.bd
E-mail: ptialigon@gmail.com
সড়ক পথেঃ রাজধীন ঢাকা থেকে বাস যোগে প্রায় 135 কিঃ মিঃ পথ অতিক্রম করে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় আসা যায়। বাস যোগে আসার জন্য প্রায় ৩.০০ ঘন্টার পথ অতিক্রম করতে হয়। ঢাঁকা ও চট্রগ্রাম থেকে মহাসড়কে বাস যোগে কুমিল্লা বিশ্ব রোড এসে । চাঁদপুর মহাসড়ক পথে হাজীগঞ্জ উপজেলায় আসা যায়।
নদী পথেঃ তাছাড়া ঢাকার সদর ঘাট কিংবা নারায়নগঞ্জ এর লঞ্চ ঘাট থেকে বিভিন্ন লঞ্চ(আল বোরাক , আল রফরফ , আবে জমজম ,আল মদিনা , ময়ুর -১,ময়ুর-২, ময়ুর-৩, সোনার তৈরী, সোনার তৈরী -২,এবং আরো লঞ্চ যোগেও চাঁদপুর জেলায় আসা যায়। এবং চাঁদপুর জেলার বাস স্টেন্ড থেকে বাস অথবা সিএনজি যোগে ৩৫(পয়ত্রিশ) টাকা ভাড়া প্রদান করে হাজীগঞ্জ উপজেলায় আসা যায়।
রেল পথেঃ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট হতে রেল পথে হাজীগঞ্জ রেল ষ্টেশনে নেমে হাজীগঞ্জ বাজার অবস্থান করতে হবে। হাজীগঞ্জ বাজার থেকে সিএনজি অথবা অটোরিক্সা যোগে হাজীগঞ্জ উপজেলায় আস যায়।
যোগাযোগ ব্যবস্থা ও সময় সূচি
হাজীগঞ্জ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। উপমহাদেশের অন্যতম প্রাচীন সড়ক চাঁদপুর টু ঢাকা রোড' হাজীগঞ্জ শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হাজীগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে গেছে। রাজধানী ঢাকা থেকে হাজীগঞ্জ এর দূরত্ব 152 কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে যাতায়াত করা যায়। তবে রেলপথে ঢাকা থেকে হাজীগঞ্জ যেতে মোট 120 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।
হাজীগঞ্জ উপজেলায় মোট পাঁকা 121.71 কিলোমিটার সড়কপথ রয়েছে। এবং কাচাঁ 430 কিঃ মিঃ ও অর্ধপাকা 20.21 কিলোমিটার সড়ক পথ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস